বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় জামায়াতের কর্মী সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলন 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় জামায়াতের কর্মী সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলন 

চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) চুয়াডাঙ্গা জেলা শহরের আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমির সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গার ইতিহাসে সবচাইতে জমকালো কর্মী সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে সাংবাদিকদের ভুয়সী প্রশংসা করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন।  

তিনি বলেন, সম্মেলন শুরুর আগে সাংবাদিক সম্মেলনে প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের লেখনির মাধ্যমে আমরা যেমন আমাদের কর্মী সম্মেলন সফল করার উৎসাহ পেয়েছি, তেমনি সম্মেলনের সমস্ত কিছু আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের আমাদের সম্মেলনের সমস্ত কিছু বিশ্ববাসীর দরবারে পৌঁছিয়ে  দিয়েছেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামের  কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে এত বড় কর্মী সম্মেলন করতে পেরে আমরা অত্যন্ত খুশি। জামায়াতের কর্মী সম্মেলনের আগে ও পরে যেভাবে আপনারা আপনাদের গণমাধ্যমে সংবাদ প্রচার করেছেন তার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।

উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, জেলা অর্থসম্পাদক কামাল উদ্দিন, শহর সেক্রেটারি মোস্তফা কামাল ও দামুড়হুদা জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের আইটি বিভাগের পরিচালক মাসুম বিল্লাহ।

টিএইচ